ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গাইলে নিহত মারুফের পরিবারের খোঁজখবর নিলেন ডিসি

টাঙ্গাইলে নিহত মারুফের পরিবারের খোঁজখবর নিলেন ডিসি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহত মারুফ মিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাত করে সমবেদনা প্রকাশ করেছে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। গতকাল বুধবার দুপুরে শহরের সাবালিয়া এলাকায় মারুফের বাড়িতে যান জেলা প্রশাসক। এ সময় নিহত মারুফের পরিবারের পক্ষ থেকে হত্যার বিচার দাবি ও শহরের কুমুদিনী কলেজ গেট থেকে রেলস্টেশন সড়কটি মারুফ সড়ক নামকরণের দাবি জানানো হয়। পরিবোরের সঙ্গে দেখা করে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম সমবেদনা প্রকাশ করে মারুফের মা ও বোনকে শান্তনা দেন। এ ছাড়াও পরিবারের নিরাপত্তাসহ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, সেনাবাহিনীর ক্যাপ্টেন শাওন, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা আব্দুল নুর তুষার, আল আমিন, ইফফাত রাইসা নূহা, তাওহীদা ইসলাম স্বপ্নীল প্রমুখ।

প্রসঙ্গত, ৫ আগস্ট বিকালে শিক্ষার্থীদের মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় টাঙ্গাইল সদর থানা এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে মারুফ নিহত হন। পরদিন টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে নামাজে জানাজা শেষে মারুফের গ্রামের বাড়ি বাসাইল উপজেলার জশিহাটি গ্রামে সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত