ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নরসিংদীর রায়পুরায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি ও রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনিরের উপর হামলা ও গুলির ঘটনায় মানববন্ধন করেছে জেলার সাংবাদিকরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ও উপজেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত থেকে এই বর্বরোচিত হামলার নিন্দা জ্ঞাপন করে এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে। নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, সিনিয়র সদস্য হলধর দাস, জয়নাল আবেদীন, মো. ফারুক মিয়া, মনজিল-এ-মিল্লাত, নরসিংদী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নরসিংদী প্রতিনিধি সুমন বর্মন, বাংলা টিভির জেলা প্রতিনিধি শরিফ ইকবাল রাসেল, নরসিংদী জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম মতি, রায়পুরা উপজেলা রিপোর্টাস ক্লাবের উপদেষ্টা টি এইচ আজাদ, শিবপুর প্রেসক্লাবের সভাপতি মো. খোরশেদ আলম, সদস্য মো. মোমেন মিয়া, ফাহিমা খানম, পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোবারক হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পন। তারা সব অন্যায় ও দুর্নীতি তাদের কলমের মাধ্যমে জনগণের সামনে তোলে ধরেন। সাম্প্রতিক সময়ে রায়পুরা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রায়পুরার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাধারণ মানুষের উপর হামলা, দখলসহ বিভিন্ন ধরনের অত্যাচার মূলক কাজ করে আসছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত