হাবিপ্রবির হল থেকে দেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন হলে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে হাবিপ্রবির তাজউদ্দিন আহমেদ হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র রড, রামদা, চাকু, লোহার পাইপ, হকিস্টিক এবং বাঁশের লাঠি উদ্ধার করেন। এ সময় মদের বোতল, ফেনসিডিল, গাঁজা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানকালে রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন যে, ১২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৯টি হল খুলে দেয়ার কথা ছিল কিন্তু হল ৯টির সুপাররা পদত্যাগ করায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে হল বন্ধ রাখা হয়। হলগুলোতে কোনো অস্ত্র শস্ত্র আছে কি না সে ব্যাপারে অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনী ও জেলা প্রশাসন এর সহযোগিতা চাওয়া হয়েছিল। রেজিস্ট্রার আরো বলেন পুলিশ বাহিনীর সহযোগিতায় ৯টি হলেই তল্লাশি চালিয়ে নিরাপত্তার ব্যাপারে নিশ্চিন্ত হওয়ার পর হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে। উল্লেখ্য বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্মকর্তা শূন্য কেন না গত ৯ আগস্ট ভিসি. প্রক্টর. স্টুডেন্ট এডভাইসারসহ প্রায় ৪০ জন শিক্ষক বিভিন্ন দায়িত্বশীল পদ থেকে সরে গেছেন। রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুর রহমান জানান যে তিনিও পদত্যাগ করার জন্য প্রস্তুত।