ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংতুলিতে শহরের সৌন্দর্য বর্ধনের কাজ করছেন শিক্ষার্থীরা

রংতুলিতে শহরের সৌন্দর্য বর্ধনের কাজ করছেন শিক্ষার্থীরা

আওয়ামীলীগ সরকার পতনের পর রংতুলিতে সিরাজগঞ্জ শহরের সৌন্দর্য বাড়াতে কাজ করছেন শিক্ষার্থীরা। তারা শহর এলাকার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেয়াল পরিষ্কার করছেন এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের স্লোগান মুছে ইতিহাস ও বিপ্লবের স্লোগান লিখন গ্রাফিতি অংকন চিত্র অংকনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কয়েকদিন ধরে জেলা উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক ব্যবস্থাসহ রংতুলিতে দেয়াল লিখনে সৌন্দর্য বাড়ানো হচ্ছে। তারা ছাত্র নাগরিক অভ্যুত্থানের উক্তি, স্লোগান, শহীদদের ছবি, গ্রাফিতি অংকন করছে এবং শহরের বিশেষ করে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম, কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ ও পৌরসভা ভবন এলাকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে এ লিখনি চিত্র দেখা যায়। শিক্ষার্থীরা বলছেন, আমরা নিজেদের মতো করে কয়েকটি টিম গঠন করা হয়েছে এবং এ টিম শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য কাজ করছি। আনন্দ পরিবেশে এ কাজ করছি। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ সরকারি কলেজের সমন্বয়ক রাজু আহম্মেদ সাংবাদিকদের বলেন, ছাত্র আন্দোলনের মুখে দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এ জন্য আমাদের এই কাজগুলো করতে হবে। ট্রাফিক ও দেয়ালে অংকন করা নিয়ে শিক্ষার্থীরা ব্যস্ত বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত