ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি

সাবেক সভাপতির বিরুদ্ধে বিচারের দাবিতে মানববন্ধন

সাবেক সভাপতির বিরুদ্ধে বিচারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য, বাজারের জায়গা দখল ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বিকালে দিঘীসগুনা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে এ মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন, স্থানীয় বিএনপির নেতা সমির আলী, জাফর ইকবাল টিটু, ডা. মনজিল হক, সেরাজুল হক, মোখলেছুর রহমান শাহিন, নজরুল ইসলাম, মোক্তার হোসেন, সাইদুর রহমান, মাসুদ রানা, শাহিনুর রহমান, আজাদ হোসেন, সেলিম রেজা প্রমুখ। বক্তারা বলেন, উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মির্জা আব্দুর রশীদ বকুল সভাপতি থাকা অবস্থায় বিভিন্ন সময়ে প্রায় ২৮-২৯ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা বাণিজ্য করেন। বর্তমান ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সেরাজুল হক কে দপ্তরি পদে এবং কৃষকদলের সভাপতি মোখলেছুর রহমানকে নাইট গার্ড পদে নিয়োগ দিয়ে জমি লিখে নেন। পরে মির্জা আব্দুর রশীদ বকুল সুকৌশলে তারা বিএনপি করার অপবাদে জোড়পূর্বক পদচ্যুত করেন। সে সময় এ বিষয় নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে আলোড়ন সৃষ্টি হয় এবং দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করায় গ্রামবাসীরা একটি পুকুর দেন। এ পুকুর ১৭ বছর ধরে লীজ দিয়ে ওই সাবেক সভাপতি টাকা আত্মসাৎ করছেন। এ ছাড়া দিঘী সদগুনা হাটখোলা মসজিদের জায়গার প্রায় ৩০টি পজিশন বরাদ্দ দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন এবং তিনি নিজেই ৪টি দোকানের পজিশন দখল করেছেন। আমরা এখন গ্রামবাসী ওই ভূমিদস্যু বকুলের বিরুদ্ধে বিচার দাবি করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত