ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভোলায় বিএনপির অবস্থান কর্মসূচি

ভোলায় বিএনপির অবস্থান কর্মসূচি

ছাত্র-জনতার উপর গুলি ও গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে ভোলা জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাব চত্বরে এই অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যলয় গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক যুব দলের সভাপতি ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানবির তালুকদার, ভোলা জেলা সেচ্ছ্বাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, সহ-সভাপতি জাকির হোসেন মনির, লুকু চৌধুরীসহ অরো অনেকে। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা ও গুমসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিচারের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, বিগত ১৬ বছর দেশটাকে সন্ত্রাস-নৈরাজ্যের আখড়া হিসেবে তৈরি করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তারা চাঁদাবাজি থেকে শুরু করে গুম হত্যার লিপ্ত ছিল। তবে ছাত্র জনতার প্রতিরোধ প্রতিবাদে সন্ত্রাস মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছে দেশের কোটি কোটি মানুষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত