ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘শেখ হাসিনার শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকব’

‘শেখ হাসিনার শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকব’

শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে শ্যামনগর থানা বিএনপি আয়োজিত ২ দিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়। শ্যামনগর থানা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে প্রথমদিন প্রধান অতিথীর বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পিপি অ্যাড, সৈয়দ ইফতেখার আলী। বিএনপির ডাকে কর্মসূচির প্রতি সমর্থন জানায়ে রাজপথে নামেন চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও ছাত্রজনতা। শ্যামনগর জেসিকম্পপ্লেক্স চত্তর সহ বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্যে রাখতে যেয়ে প্রধান অতিথী অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, বিগত ১৭ বছর আওয়ামী সন্ত্রাসীদের হাতে অনেক নির্যাতনের শিকার হয়েছি। সেসব নির্যাতন প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছি। কিন্ত নতুন করে যদি আওয়ামী সন্ত্রাসীরা জনগণের ক্ষতি সাধনের চেষ্টা করে তার দাত ভাঙ্গা জবাব দেয়া হবে। খুনি শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে আমরা রাজ পথে আছি। যতক্ষণ পর্যন্ত খুনি শেখ হাসিনা ও তার দোসরদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত না করা যায় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত