ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঝিনাইদহের দেয়ালে দেয়ালে গ্রাফিতি

ঝিনাইদহের দেয়ালে দেয়ালে গ্রাফিতি

শহিদদের স্মরণে এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। কেউ আঁকছেন লাল সবুজের পতাকা, কেউ মানচিত্র, কেউ আঁকছেন মুক্তি সংগ্রামের প্রতিচ্ছবি, কেউ আঁকছেন শহিদ আবু সাঈদ ও মুগ্ধর প্রতিকৃতি, আবার কেউ আঁকছেন সাম্য, সম্প্রীতি, অঙ্গীকার ও পরিবর্তনের বার্তা। আঁকাণ্ডআঁকিতে ব্যস্ত শিক্ষার্থীরা। ঝিনাইদহ জেলাশহরসহ উপজেলাসমূহের স্কুল কলেজের দেয়াল, অফিসের বাউন্ডারিদেয়াল কিংবা চত্বর এবং বিভিন্ন মোড়ে মোড়ে ভোর-সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলছে শিক্ষার্থীদের এসব গ্রাফিতি আঁকার কাজ। ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মারয়িা কবীর রৌদ্রী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এসব নিয়ে মনের ভেতর একটা উৎসাহ কাজ করছে। সেখান থেকেই তারা শক্তি পাচ্ছে। শিক্ষার্থী মুমতাহিনা বলেন, গ্রাফিতি আঁকার মাধমে স্কুল কলেজের দেয়ালগুলো রাঙানো হচ্ছে। সোহেল তানভীর বলেন, এ দেশের মানুষ ১৬ বছর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে-যে উদ্যমে দেশটাকে মুক্ত করা হয়েছে, সেভাবে আমাদের দেশটাকে উন্নতির শিখরে পৌঁছে দেয়া। বৈষম্যহীন একটা দেশ গড়া। এ জন্য আমাদের দাবি ও আশা-আকাঙ্খার প্রতিফলন গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্ট করা হচ্ছে। ‘দেশকে ভালবেসে আগলে রাখি, তুমি কে আমি কে বাংলাদেশ, আমার বিচার তুমি কর তোমার বিচার করবে কে, চাঁদা দিলেও মাইর নিলেও মাইর, আইন মানে না যে দেশদ্রোহী সে’ এমন নানান প্রতিবাদি উক্তি শোভা পাচ্ছে ঝিনাইদহ শহরের গুরুত্বপূর্ণ দেয়ালে দেয়ালে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত