ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

মৌলভীবাজার ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে শ্রীমঙ্গল শহরতলির উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দায়িত্বে সেনাবাহিনীর মেজর মেজবা ও মেজর ইমরানের নেতৃত্বে শ্রীমঙ্গল ক্লাবে এ অভিযান পরিচালনা করা হয়। পরে থানা পুলিশ অভিযানে যোগ দেয়। অভিযানকালে শতাধিক দেশি-বিদেশি মদ, বিয়ার, ৩৪৫ ইউএস ডলার, নগদ ৪৫ হাজার টাকা ও বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রণ পিল ও বিভিন্ন দ্রব্যাদি জব্দ করে সেনাবাহিনী।

এ সময় আটক করা হয় উপজেলা আশিদ্রোন ইউনিয়নের হরিণাকান্দি এলাকার অমলেন্দু পালের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন পাল। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গত এক বছর থেকে অনুমোদনহীন ক্লাবে অবৈধভাবে মদপান করেন জেলার বিভিন্ন মদ সেবনকারী ব্যবসায়ী ও আমলারা। জন্মনিয়ন্ত্রণ পিল ও ব্যবহৃত কনডম পাওয়াতে এটা স্পষ্ট হয়েছে যে, এখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত