ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাবেক প্রতিমন্ত্রী খালিদসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা

সাবেক প্রতিমন্ত্রী খালিদসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা

সদ্য সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ৯৯ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছেন ছাত্র ফয়সাল মোস্তাক। থানায় মামলা করতে এসে উক্ত মামলার আসামি উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আফসার আলী গ্রেপ্তার হয়ে রাত পৌনে ১২টায় আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে। বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফসার আলী গত ৫ আগস্ট তার বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে গত শুক্রবার রাত ৯টায় থানায় আসেন। এসময় থানায় থাকা বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থীর সাথে আওয়ামী লীগ নেতা আফসার আলীর বাদানুবাদ হয়। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল মোস্তাক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সদ্য সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আফসার আলী ও মন্ত্রীর এপিএস আবুল বাসারসহ ২৪ জনের নাম উল্লেখপূর্বক আরো ৭৫ জন আজ্ঞাতনামা মোট ৯৯ জনকে আসামি করা হয়। বোচাগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ছাত্রদের দায়েরকৃত মামলার আসামি হিসেবে থানায় অবস্থানরত উপজেলা চেয়ারম্যান আফসার আলীকে গ্রেপ্তার করে রাত পৌনে ১২টায় আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। মামলায় বাদী ছাত্র ফয়সাল মোস্তাক অভিযোগ করেন, গত ১৮ জুলাই বোচাগঞ্জ সরকারি কলেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বের হওয়া শান্তিপূর্ণ মিছিলে আফসার আলীর নির্দেশে ছাত্রলীগের গুণ্ডারা হামলা চালিয়ে অনেক ছাত্রছাত্রীকে আহত করেন। এ ঘটনার হুকুমদাতা ছিলেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত