ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চরাঞ্চলবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি

মোবাইল টাওয়ার না থাকায় গ্রাহকরা ভোগান্তির শিকার

মোবাইল টাওয়ার না থাকায় গ্রাহকরা ভোগান্তির শিকার

সিরাজগঞ্জের চরাঞ্চলের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ার না থাকায় গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এতে যমুনা নদীর চরাঞ্চলবাসীর মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জের চৌহালী, বেলকুচি, শাহজাদপুর, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, টেলিটক, এয়ারটেল, সিটিসেল কোম্পানির টাওয়ার নাই। এ কারণে নেটওয়ার্ক না থাকায় চরাঞ্চলের গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে চৌহালী উপজেলার বিভিন্ন স্থানে নেটওয়ার্ক না থাকায় গ্রাহকদের এই ভোগান্তি এখন চরমে উঠেছে। কারণ সম্পর্কে চরাঞ্চলের অনেকেই বলছেন, যমুনার তীরবর্তী ওই ৫টি উপজেলার চরাঞ্চলে বাদাম, তিল, সরিষা মাসকলাইসহ বিভিন্ন ভুমি ও পশু পালনের উর্বর জায়গা। এখানে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং, বীমাসহ অসংখ্য প্রতিষ্ঠান। চরাঞ্চলের অনেক স্থানে এখনো রাস্তাঘাটসহ উন্নয়ন হয়নি যোগাযোগ মাধ্যমের। মোবাইল ফোনের যোগাযোগই একমাত্র প্রধান মাধ্যম। চৌহালী উপজেলার চরাঞ্চলের উমারপুর ইউনিয়নের মোবাইল গ্রাহকরা চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে বাউশা, মিনিদিয়া ও ঘোড়জান ইউনিয়নের গ্রাহকরা মোবাইলে কথা বলতে না পারায় দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়রা জানান, উমারপুর ইউনিয়নের সাথে পাবনা, বেড়ার যোগাযোগের প্রধান কেন্দ্র। ঘোড়জান ইউনিয়নের পাশ্ববর্তীতে রয়েছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এ জন্য চরাঞ্চলে মোবাইল টাওয়ার স্থাপন গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ব্যবসার উন্নয়ন হলেও টাওয়ার না থাকায় ফোনে যোগাযোগে ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডলসহ অনেকেই সাংবাদিকদের জানান, উক্ত ইউনিয়নের মোবাইল টাওয়ার না থাকায় কথা বলতে চরম ভোগান্তির সৃষ্টি হয়। মোবাইল নেটওয়ার্কের কারণে অফিস আদালতে আদান-প্রদানের ক্ষেত্রে বিপাকে পড়তে হয়। এ জন্য যোগাযোগের উন্নয়নে ওই চরাঞ্চলে আপাতত অস্থায়ীভাবে মোবাইল টাওয়ার স্থাপনের জন্য উল্লেখিত কোম্পানি কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী জোর দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত