ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভূমিহীনদের উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন

ভূমিহীনদের উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন

দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খলিশাখালী ভূমিহীন জনপদে গত কয়েকদিন ধরে লুটপাট, হামলা ও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। খলিশাখালী এলাকায় ভূমিহীন জনতার ঘরে আগুন, গুলি ও বোমা বর্ষণ, হামলা ও লুটপাটের প্রতিবাদে গতকাল শনিবার দুপুর ১টায় ভূমিহীনদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভূমিহীন সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় বক্তব্য রাখেন বাবলু হোসেন, আঃগফুর, মহিলা নেত্রী মমতাজ বেগম প্রমুখ। এ সময় তারা বলেন, এ এলাকায় ভূমিহীনরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। গত কয়েকদিন আগে একশ্রেণির বাহিনী ভূমিহীনদের বসতঘরে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেয়। এলোপাতাড়ি ভাবে গুলি ও বোমা বর্ষণ করে। এতে নারী-পুরুষসহ কয়েকজন মারাত্বকভাবে আহত হয়। এক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে অত্যাচারী বাহিনী ভূমিহীন জনতাদের উপর গুলি ও বোমা বর্ষণ ঘটায় বলে তারা উল্লেখ করেন। এরপরেও হামলাকারীরা ভূমিহীনদের উপর একের পর এক নানাভাবে হয়রানি ও ক্ষতি করেই চলেছে। সমাবেশে তারা সঠিক তদন্ত করে ভূমিহীনদের আবাসস্থল রক্ষা ও তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ ও ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত