ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নিহত আনারুলের লাশ পেয়ে শোকাহত পরিবার

নিহত আনারুলের লাশ পেয়ে শোকাহত পরিবার

গত ৪ আগস্ট ঢাকার হাউজ বিল্ডিং এলাকায় মিছিল করতে গিয়ে নিখোঁজ হন ফুলপুরের মো. আনারুল ইসলাম (৩০)। তিনি উপজেলার রূপসী ইউনিয়নের ঘোমগাঁও গ্রামের মো. রফিকুল ইসলামের পুত্র। নিখোঁজের ১০ দিন পর ১৪ আগস্ট লাশের সন্ধান পান পরিবার। পরদিন লাশ বাড়ি আনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র ছেলেকে হারিয়ে মা বাবা শোকে স্তব্ধ হয়ে আছেন। নিহতের পিতা মো. রফিকুল ইসলাম জানান, মো. আনারুল ইসলামকে নিয়ে ঢাকাস্থ হাউজ বিল্ডিং এলাকার ৮নং রোডের ফুটপাতে সবজির ব্যবসা করতাম। নিকটস্থ একটি বাসায় ভাড়ায় থাকতাম। পিতাপুত্র একত্রে দোকান চালাতাম।

মাঝে মধ্যে আনারুল ইসলাম ভাড়ায় অটোরিকশাও চালাত। এ ভাবেই চলছিল সংসার। গত ৪ আগস্ট আনারুল ইসলাম হাসিনা সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর থেকে হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলাম। গত ১৩ আগস্ট রাতে ফুলপুর থানা পুলিশের মাধ্যমে ছেলের মৃত্যুর সংবাদ পাই। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশের সন্ধান পেয়েছি।

পরে জানতে পারি হাউজ বিল্ডিং ৬নং রোডে মিছিল করার সময় পুলিশের গুলিতে আহত হয়েছিল। লোকজন কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৪ দিন চিকিৎসার পর মৃত্যু হলে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে লাশ প্রেরণ করে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত হলে আমাদের জানানো হয়। আনারুল ইসলামের মাথায় দু’টি গুলিবিদ্ধের ক্ষত ছিল। সরকারের কাছে আন্দোলনে নিহতদের শহীদের মর্যাদা দেয়ার দাবি জানাচ্ছি। মা মোছা. আনোয়ারা বেগম জানান, শত কিছু করেও ছেলেকে ফিরে পাওয়া যাবে না। দেশের জন্য ছেলে জীবন দিছে। আমরা তার মর্যাদা চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত