ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মন্দির পাহারায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা

মন্দির পাহারায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা

দেশের চলমান পরিস্থিতিতে বগুড়ার শেরপুরে হিন্দুদের বাসা-বাড়ি ও মন্দির পাহারা দিচ্ছেন জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা। বিগত দুই সপ্তাহ ধরে পৌর এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিরাতে পালা করে এই পাহারা বসিয়েছেন তারা। এদিকে গত শুক্রবার সন্ধ্যায় ওইসব মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়ও করেন দলটির নেতারা। এ সময় মন্দিরের পুরোহিতদের আশ্বস্ত করা হয়।

পাশাপাশি জামায়াতে ইসলামী সব সময় ভিন্ন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে বলে জানান। এ ছাড়া হিন্দুদের বাসা-বাড়ি ও মন্দিরে কোনো দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালালে তাদের মোকাবিলা করারও হুঁশিয়ারি দেন তারা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর মন্দির বা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে এভাবেই তাদের পাশে দাঁড়ান জামায়াত নেতারা। শহরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে ওই মতবিনিময়সভায় শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় উপজেলা শাখা জাময়াতের আমির মাওলানা দবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা নাজমুল হক, সহকারি সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাসিম প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত