ঋণগ্রস্ত নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আদমদীঘি (বগুড়া) প্রতিনধি
বগুড়ার আদমদীঘিতে এনজিও সংস্থান ঋণের চাপে পরিনা বেগম (৩১) নামের ঋণগ্রস্ত এক নারীর গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার বেলা ১২টায় আদমদীঘি উপজেলার নিমাইদীঘি গ্রামে স্বামী শেখ ফরিদের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের দরিদ্র শেখ ফরিদ তার স্ত্রী এক সন্তানের জননী পরিনা বেগমের নামে বিভিন্ন এনজিও সংস্থা থেকে সাপ্তাহিক কিস্তি ও তার আত্মীয়দের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণের টাকায় নিজে ইটের বাড়ি ও একটি অটো চার্জার কিনে প্রতি সপ্তাহে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতো। পরিনা বেগমের বোন আফরোজা বেগম জানান, বেলা ১০টায় প্রতিবেশীদের সহযোগীতায় বাড়ির মেইন দরজা খুলে দেখেন পরিনা বেগম শয়ন ঘরের তালার তাল গাছের তীরের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। ঘটনা তদন্তকারি থানার উপ-পরিদর্শক হজরত আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।