প্রভাবশালীদের দখলে রামগঞ্জের গণশৌচাগার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার গণশৌচাগার গুলো এক শ্রেণির প্রভাবশালী লোকেরা বছরের পর বছর দখল করে রেখেছে। ফলে সাধারণ জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
অভিযোগ রয়েছে রামগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের অবহেলার কারণেই সাধারণ মানুষের জন্য নির্মিত গণ-শৌচাগারগুলো এভাবে দখলে রয়েছে এক শ্রেণির লোকজনের। বছরের পর বছর গণ-শৌচারগুলোর এমন দৈন্যদশার কারণে কষ্ট পাচ্ছেন, পথচারী-স্থানীয় ব্যবসায়ী ও অটো-সিএনজি ও ভ্যানচালকরা। স্থানীয় লোকজন জানান দীর্ঘদিন থেকেই এঅবস্থা বিরাজ করলেও দেখভালের কেউ নেই। আর প্রভাবশালীদের ভয়ে কেউ কিছু বলতেও পারে না। সাংবাদিকদের দেখে তারা বলেন আপনারা ছবি তুলে নিয়ে প্রচার করার পর কর্তৃপক্ষের যদি টনক নড়ে তাহলে আমাদের একটু উপকার হতো।