ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেশত্যাগ ঠেকাতে হিলি ইমিগ্রেশনে কড়া নজরদারি

সতর্ক অবস্থায় বিজিবি
দেশত্যাগ ঠেকাতে হিলি ইমিগ্রেশনে কড়া নজরদারি

দেশত্যাগ করে যেন কোনো তালিকাভুক্ত ব্যক্তি পালিয়ে যেতে না পারেন সেজন্য হিলি স্থল বন্দরে কড়া নজরদারীর অবস্থানে রয়েছেন বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ। দেশের অন্যতমস্থল বন্দর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে যেন কোনো তালিকাভুক্ত ব্যক্তি দেশত্যাগ করে ভারতে যেতে না পারেন সেজন্য কঠোর নজরদারী জারি করা হয়েছে। বিজিবির ২০ ব্যাটালিয়ন অধিনায়ক লেফ কর্নেল নাহিদ নেওয়াজ বলেন. সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে এবং তালিকাভুক্ত ব্যক্তিদের অবৈধভাবে প্রতিবেশী রাষ্ট্রে যাওয়া রোধকল্পে অতিরিক্ত জনবল মোতায়ন করে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। হিলি আইসিপিতে পাসপোর্টধারী যাত্রীসহ তালিকাভুক্ত ব্যক্তিদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে তিনি জানান। সীমান্তবর্তী হাকিমপুর থানায় বিজিবির সদস্যগণ পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করছেন। হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান যে, দেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য বাংলাদেশ -ভারতের মধ্যে যাত্রী পারাপার অর্ধেকে নেমেছে। এখন যাত্রী পারাপারে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। বিশেষভাবে ভারতে গমনকারী যাত্রীদের পুঁখ্যানুপুঙ্খু যাচাই বাছাই করা হচ্ছে। তিনি বলেন যে, গত ৫ আগস্টের পর হিলি ইমিগ্রেশন দিয়ে কোন ভিআইপি বা কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা ভারতে যাননি। ওসি ইমিগ্রেশন আরো বলেন, স্বাভাবিক সময়ে চারশো যাত্রী দৈনিক পারাপার করলেও এখন তা অর্ধেকে নেমেছে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করেন। তিনি জানান আমরা অত্যান্ত সতর্কতা ও বাড়তি নজরদারী অবলম্বন করে দায়িত্ব পালন করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত