ত্রাণ ভাণ্ডারে ভাঙচুর ১৬ লাখ টাকার ক্ষতি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে জেলা ত্রাণ ভাণ্ডারে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আকতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ৪ আগস্ট দুপুরের দিকে দুর্বৃত্তরা ওই ত্রাণ ভাণ্ডারে হামলা ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তারা ত্রাণ ভাণ্ডারে রাখা বন্যা দুর্গতদের ৭০০ প্যাকেট শুকনো খাবার নিয়ে যায় এবং ওই ত্রাণ ভাণ্ডারের দরজা জানালা সিসি ক্যামেরাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। জেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে উল্লেখিত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষয়ক্ষতির একটি রিপোর্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।