ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ

ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ

বাঁশখালীতে রাজনৈতিক অস্থিরতার সুযোগে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে চাম্বল ইউপির ব্যবসায়ী আবুল কাশেম। গতকাল রোববার সকালে বাঁশখালী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, চাম্বল ইউপির আবদুল আজিজ ও আবদুচ ছবুর গংয়ের সঙ্গে দীর্ঘদিনের জায়গা জমির বিরোধের জের ধরে তারা ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের তকমা দিয়ে আমার বড় ভাই আবু বক্করের ব্যবসা প্রতিষ্ঠান চাম্বল আদিবা ভাত ঘর অ্যান্ড বিরানি হাউজে হামলা চালায়। এ সময় নগদ দেড় লাখ টাকা ও দোকানের আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায় তারা। আমার পরিবারে কেউ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হলেও তারা আমাদেরকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। উল্টো তারাই দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে। যার ভিডিও ফুটেজ ও ছবি সংরক্ষিত আছে। আবদুছ ছবুর র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলহাজতে আছে। এ ছাড়াও তারা আমাদের বিরুদ্ধে প্রতিহিংসার বশবর্তী হয়ে বিভিন্ন মহলে মানহানিকর অপপ্রচার চালাচ্ছে। প্রতিনিয়ত তারা হুমকি ধমকি দিচ্ছে। এমতাবস্থায় আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত