লুট হওয়া অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

শেখ হাসিনা সরকার পতনের পর পাঁচ আগস্ট মুন্সীগঞ্জ সদর থানা, পুলিশ ফাঁড়ি ও টংগিবাড়ী থানা লুট করে দুর্বৃত্তরা।

থানা দুটি হতে লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলা বারুদ পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সার্কিট হাউস, সদর আর্মিক্যাম্পে এ হমান্তর প্রক্রিয়া শুরু করা হয়। লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খাঁনের কাছে সদর থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধারকৃত ১৪০টি অস্ত্র, ৩৯৩৪ রাউন্ড গুলি ও নগদ এক লাখ নয় হাজার পাঁচশ টাকা বুঝিয়ে দেন। পরে দুপুর সাড়ে ১২ টায় ক্যাপ্টেন মো. রিফাত ও ক্যাপ্টেন চার্লস টংগিবড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলীর কাছে ৭৯টি অস্ত্র ও ৩৮৯১টি গোলাবারুদ হস্তান্তর করেন। টংগিবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পে থেকে ওই কার্যক্রম পরিচালিত হয়। তবে দুটি থানা থেকে কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে সে পরিসংখ্যান দিতে পারেনি তারা।