শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটোর প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাটোরে স্কুল ছাত্র মো. ইয়াসিন ইসলাম (১৭) কে তুলে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার দুপুরে নিহতের বাবা মো. ফজের আলী বাদী হয়ে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং ৩ নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে। এ ছাড়াও বাকি অন্য আসামিরা হলো- নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলী, অ্যাড. মো. সিরাজুল ইসলাম, মো. মোর্তুজা আলী বাবলু প্রমুখ। মামলার বাদী মো. ফজের আলী জানান, গত ৪ আগস্ট নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলোনে অংশ গ্রহণ করে আমার ছেলে মো. ইয়াসিন ইসলাম। সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড় প্রথম আসামির হুকুমে অন্যান্য আসামিরা হাতে পিস্তল, ছুরি, ধারালো হাসুয়া, কুড়াল, রামদা নিয়ে সমাবেশে দলবদ্ধ হয়ে ছাত্রদের আন্দোলোন বন্ধ করতে মারপিট শুরু করে। এরপর ৩ নম্বর আসামির হুকুমে আমার ছেলেকে এলোপাথারি মারপিট করলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আমার ছেলেকে ২ নম্বর আসামির বাড়িতে নিয়ে গিয়ে দ্বিতীয় তলায় একটি কক্ষে আটক রাখে। গত ৫ আগস্ট বিকালে ২ নম্বর আসামি আমার ছেলেকে পুড়িয়ে মেরে ফেলতে সেই কক্ষে আগুন দিয়ে পালিয়ে যায়। পরদিন সকাল ৯টার সময় ওই বাড়ির কক্ষ থেকে আমার ছেলের লাশ উদ্ধার করি।