রাস্তা সংস্কারের নামে জনদুর্ভোগ
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে রাস্তা সংস্কারের নামে পুরান রাস্তা খুঁড়ে শুধু খোয়া ফেলে রেখে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড। যার ফলে এলাকার সাধারণ মানুষসহ স্কুল-কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। উপজেলা শহর মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাউখালী জিসি উত্তর বাজার পাকা পোল থেকে বেইলি ব্রিজ হইয়া কেউন্দিয়া বাজার সড়কে ১ হাজার ৪৩২ মিটার রাস্তা সংস্কারের জন্য টেন্ডার দেয়া হয়। যা ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড কার্য আদেশ লাভ করে কাজ শুরু করেন। এবং কিছুদিন পরে তারা রাস্তার উপরে শুধু খোয়া ফেলে রেখে কাজ বন্ধ করে দেন। যার ফলে রাস্তা দিয়ে চলাচল করতে পার্শ্ববর্তী এলাকার শত শত মানুষ চরম দুর্ভোগে পড়ে। এই জনম গুরুত্বপূর্ণ রাস্তাটির পশ্চিম দিকে কাউখালী বাজার, রাস্তাটার উত্তর পাড়ে সরকারি বালিকা বিদ্যালয়, লঞ্চঘাট, ফেরিঘাট, দক্ষিণ পাড়ে উপজেলা পরিষদ, সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারি বালক বিদ্যালয়, সরকারি হাসপাতালসহ অনেক গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত। এই সমস্ত অফিস ও স্কুল কলেজে প্রতিদিন শত শত মানুষ চলাচলের জন্য এই রাস্তাটির অনেক গুরুত্বপূর্ণ। অথচ রাস্তার উপরে বড় বড় খোয়া ফেলে রাখায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। যার ফলে সাধারণ মানুষ ব্যবসায়ী ও ওইসব এলাকার রোগী ও সন্তানসম্ভাবা নারীরা দীর্ঘ কয়েক মাস পর্যন্ত চিকিৎসার জন্য স্বাভাবিকভাবে বাইরে যেতে পারে না। যে কারণে এলাকার অনেকের ভিতরে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই সড়কটি দীর্ঘদিন পর্যন্ত এর আগেও সংস্কারের অভাবে মানুষ ভোগান্তিতে ছিল। এলাকাবাসীর মানববন্ধন ও কর্তৃপক্ষের কাছে আবেদন করার পর রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে রাস্তাটি সংস্কারের জন্য ৭১ লাখ ৭০ হাজার ১০৭ টাকার টেন্ডার দেয়া হয়। টেন্ডার হওয়ার দীর্ঘদিন পর এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গত ১৯ জুলাই রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেন ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড। অজ্ঞাত কারণে দীর্ঘদিন রাস্তার কাজ ফেলে রেখে চলে যান ঠিকাদারি প্রতিষ্ঠানটি। যার ফলে দুর্ভোগে পড়ে এলাকাবাসী। স্থানীয় ব্যবসায়ী রাকিব তালুকদার ও শিক্ষক আবুল কালাম বলেন, আমাদের এই সড়ক দিয়ে চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে। ইটের খোয়ার উপর দিয়ে হাঁটাচলা ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এলাকাবাসীর দাবি অবিলম্বে এ রাস্তাটির সংস্কার করা হোক। এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ করা যায়নি। কাউখালী উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে আশা করি শীঘ্রই এই রাস্তাটি সংস্কার কাজ শেষ হয়ে যাবে।