ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুই ইউপি মেম্বারসহ ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাট

দুই ইউপি মেম্বারসহ ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাট

যশোরের কেশবপুরে দুই ইউপি মেম্বারসহ এক ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ৬ আগস্ট বিকালে এসব হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ক্ষতিগ্রস্তদের বাড়িতে থাকা স্বর্ণ, নগদ টাকা, টিভি, মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। বাড়িতে থাকা সকল ধরনের ফার্নিচার, মোটরসাইকেল, আসবাবপত্রসহ ব্যবহারের জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করে দেয়। এরমধ্যে গত ৯ আগস্ট রাতে ব্যবসায়ী আবদুস সাত্তারের লুট করে নেয়া ১২ বস্তা ধান অপর এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে উদ্ধার হয়। হামলা ও লুটপাটের ঘটনায় উপজেলার মজিদপুর গ্রামের মেম্বার মহিউদ্দীন বুলবুল ১২ জন দুর্বৃত্তের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছে। থানা পুলিশের অনুপস্থিতি ও প্রশাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে এসব হামলা, লুটপাট ও অর্থ হাতিয়ে নেয়াসহ চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট বিকেলে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত হাতে লোহার রড, বাঁশের লাঠি, হাতুড়ি নিয়ে মজিদপুর গ্রামের ইউপি মেম্বার মহিউদ্দীন বুলবুলির দুটি বাড়িতে ঢুকে দরজা, জানালা, মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, আসবাবপত্র ভাঙচুরসহ ২টি সেচমোটর, স্বর্ণ, নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গত বুধবার মেম্বার মহিউদ্দীন বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষে গত ১৫ আগস্ট লুণ্ঠিত মালামাল ফেরতে মাইকিং করা হয়েছে। গত ২ দিন থেকে থানায় অভিযোগ নেয়া শুরু হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত