সেবাপ্রার্থীদের সঙ্গে সাব-রেজিস্ট্রারের মতবিনিময়
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাসে দলিল রেজিস্ট্রেশনে সেবার মান বৃদ্ধি, জনবান্ধন ও সহজীকরণের লক্ষ্যে এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বন্ধে গতকাল রোববার দলিল লেখক কার্যালয়ে উপজেলাধীন সেবাপ্রার্থীদের সঙ্গে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাব-রেজিস্ট্রার অফিসে বিভিন্ন অনিয়নম ও দুর্নীতি বিষয়গুলো সেবাপ্রার্থীরা উত্থাপন করেন এবং তা থেকে পরিত্রাণের জন্য সাব-রেজিস্ট্রার অফিস থেকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা দলিল লেখক সমিতির উপদেষ্টা মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সাব-রেজিস্ট্রার মো. শরীফুল ইসলাম।