উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা ২০০ কেজি চিংড়ি আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ সকল চিংড়ি জব্দ করা হয়েছে বলে জানান থানা অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান। অপর অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বিএম তারিক উজ-জামান কয়রা সদরের দালালের মোড় সংলগ্ন সাহাজুলের বাড়িতে অভিযান চালিয়ে বাগদা চিংড়িতে জেলি পুশ করার দায়ে ১০০ কেজি চিংড়ি জব্দ করেন। জব্দকৃত সমুদয় চিংড়ি মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিদিন ভোরবেলায় দেউলিয়া বাজার মাছের আড়ত, ফুলতলা মাছের আড়ত ও চাঁদালী মাছের আড়তে সুন্দরবনের চিংড়ি বিক্রি হতে দেখা যায়।