মুন্সীগঞ্জের শ্রীনগরে চাঁদাবাজি মামলার সাক্ষীকে হত্যার উদ্দেশ্য ইট দিয়ে আঘাত করে গুরুত্বর আহত করা হয়েছে। গত রোববার সকাল ৯টার দিকে উপজেলার হাসাড়া স্কুল গেট এলাকায় এই মারপিটের ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অপু সারোয়ারকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় আহত অপু সারোয়ার বাদী হয়ে হামলাকারী পাভেল শেখ এর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডাইরি করেন। যার নং৪৮৩(৮)২৪। অভিযোগ সূত্রে জানা যায়, হাসাড়া হাজীপাড়া এলাকার মৃত আফতাবজুদ্দিনের ছেলে শাহজাহান শেখ ওরফে আলু শাহজাহান ও তার ছেলে পাভেল শেখ তার সহযোগীদের নিয়ে হাউজিং কোম্পানী ধরিত্রী প্রপারটিজ লিঃ-এর পরিচালকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। এতে ওই কোম্পানীর পরিচালক সৌরভ বাদী হয়ে আহত অপু সারোয়ারসহ কয়েকজনকে প্রত্যক্ষ সাক্ষী করে আলু শাহজাহান ও তার ছেলে পাভেল এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সেশন মামলা নং- ৬৩০/২৪ দায়ের করেন। এই মামলায় আদালত বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করেন এবং পাভেল শেখ গ্রেপ্তার হয়ে কিছু জেল হাজতে খাটেন। গত কয়েকদিন আগে পাভেল জামিনে এসে তার বাবা আলু শাহজাহানকে নিয়ে ঘটনার দিন সকালে ওই মামলার সাক্ষী অপু সারোয়ারকে পেয়ে তাকে হত্যার উদ্দেশ্য পিছু দিক থেকে ইট দিয়ে তার মাথায় আঘাত করলে অপু মাথা সরিয়ে নেয়ায় সেই আঘাত তার ঘাড়ে লেগে মারাত্মক আহত হয়। ডাক চিৎকারে আশপাশের লোজকন এগিয়ে আসলে বিবাদী পাভেল প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) এরশাদ বলেন, জিডির কপি বিজ্ঞ আদালতে পাঠিয়ে আদালতের অনুমতি আসলেই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।