র্যাব-১০ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে নরসিংদী সেনাবাহিনী ক্যাম্প থেকে ৬০টি অস্ত্রসহ ৪০০০ রাউন্ড গুলি র্যাবের কাছে হস্তান্তর করা হয়। গতকাল সোমবার সকালে নরসিংদীর সেনা ক্যাম্পে এই হস্তান্তরের আয়োজন করা হয়। গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীস্থ র্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়ার সময় সেনাবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া বিভিন্ন রকমের ৬০ আগ্নেয়াস্ত্রসহ ৪ হাজার রাউন্ড গুলি র্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। র্যাব-১০ এর এএসপি সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ই বেঙ্গল) লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব।