চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে স্মারকলিপি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
নির্মাণের ১৯ বছর পার হলেও বন্ধ হয়নি চাঁদপুর সেতুর টোল আদায় কার্যক্রম। টোল বন্ধের দাবিতে এখন পর্যন্ত বিক্ষোভ করেছেন সেতু ব্যবহারকারী যানবাহন চালকেরা। এবার পুরোপুরি টোল বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে বৈষম্যধিবোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এর কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। এদিকে একই সময় চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে পরিবহন শ্রমিক নেতারাও স্মারকলিপি দিয়েছেন প্রশাসনকে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল দেশের চলমান অনিয়ম সংস্কার করা। প্রায় দুই দশক আগে ডাকাতিয়া নদীর উপরে ১৮ কোটি ১২ লাখ টাকা ব্যয় করে ‘চাঁদপুর সেতু’ নির্মাণ করা হয়।