ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক ঢাকিরকান্দা গ্রামের তৈয়ব আলীর পুত্র সাইফুল ইসলাম (৩০) কোটা সংস্কার আন্দোলনে গত ২০ জুলাই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ময়মনসিংহ জেলা (উ.) কৃষদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ৬৭ জনের নাম উল্লেখ করে ময়মনসিংহ সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলী আদালতে গতকাল মঙ্গলবার একটি মামলা দায়ের করেছেন।
এছাড়াও এ মামলায় উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর মেয়র শশধর সেন, ছয়জন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকদের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয় ১ থেকে ৫নং আসামিদের প্ররোচনায় আনন্যা আসামিরা ফুলপুরের আমুয়াকান্দা ব্রিজের উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে সাইফুল ইসলামের মৃত্যু ঘটে।