ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারী বর্ষণে পাহাড় ধস

ভারী বর্ষণে পাহাড় ধস

মৌলভীবাজারের ভারী বৃষ্টির ফলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মূল সড়কে একটি বাঁশঝাড়ের ঠিলা ধসে পড়ে। এতে শ্রীমঙ্গল-কমলগঞ্জের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। গতকাল মঙ্গলবার ভোর রাতে লাউয়াছড়া উদ্যানের জানকিছড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলের দু’পাশে মালবাহী গাড়িসহ ছোট-বড় বহু যান আটকা পড়ে। স্থানীয়রা জানায়, সড়কের যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে বন এবং সড়ক ও জনপথ বিভাগ ধসে পড়া টিলার মাটি সরানোর কাজ করছে। তবে, লাউয়াছড়া বনের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে, শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার আনিসুর রহমান বলেন, গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলে আরো ভারী বৃষ্টিপাত হবে বলে তিনি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত