ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ইস্টওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদ

ইস্টওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদ

দেশের অন্যতম মিডিয়া হাউস ইস্টওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও সাংবাদিকদের মারধরের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন সাংবাদিক ও শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার এবং সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক এসএম তফিজ উদ্দিন, ইসরাইল হোসেন বাবু, ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম ও আব্দুস সামাদ সায়েম, স্বপন চন্দ্র দাস, জহুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বিগত সরকারের আমলের সময় সাহস করে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর ও বাংলানিউজসহ ইস্টওয়েস্ট মিডিয়ার সব মিডিয়ায় একযোগে পুলিশ কর্মকর্তা বেনজীর আহম্মেদসহ বিভিন্ন দুর্নীতির সংবাদ প্রকাশ করে গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম হয়। কিন্তু গত সোমবার এই সাহসী মিডিয়া হাউজের সাতটি প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলায় জাতি হতবাক।

হামলার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বক্তারা অবিলম্বে এ ঘটনা তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ মানববন্ধনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত