সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের রেশ যেন কাটছেই না। বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম আর দুর্নীতির বিষয়ে সোচ্চার সাধারণ ছাত্ররা। তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ায় গড়ে উঠেছে অন্যায় ও দুর্নীতির বিষয়ে আপসহীন একটি ছাত্র সংহতি ‘চেঞ্জ মেকারস’। সমাজের নানামুখী অনিয়মের বিরুদ্ধে জোড়ালো আওয়াজ ও নতুন করে সমাজ সংস্কারের অঙ্গীকারে শিগগিরই আত্মপ্রকাশ করছে ‘এ অরাজনৈতিক সংগঠনটি। এরই মধ্যে জেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি অংকন করে নিজেদের প্রথম উদ্যোগ বাস্তবায়ন করেছে চেঞ্জ মেকারস। পাশাপাশি বিদ্যালয়ের দুর্নীতিগ্রস্ত ম্যানেজিং কমিটিকে বিচারের আওতায় আনতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।