ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জেলা পরিষদসহ নিয়ন্ত্রিত দুটি ডাকবাংলো

ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় ৩ কোটি টাকার ক্ষতি

ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় ৩ কোটি টাকার ক্ষতি

সিরাজগঞ্জ জেলা পরিষদসহ জেলা পরিষদ নিয়ন্ত্রিত দুটি ডাক বাংলো ও অডিটোরিয়ামে ব্যাপক হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট একটি জিডি করা হয়েছে। জেলা পরিষদের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ৪ আগস্ট দুপুরের দিকে দুর্বৃত্তরা জেলা পরিষদে ব্যাপক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওই জেলা পরিষদ নিয়ন্ত্রিত সিরাজগঞ্জ সদর ডাক বাংলো মেইন গেইট ও ডাক বাংলো ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তের হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। এ ছাড়া জেলার কাজিপুর উপজেলা শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষয়ক্ষতির প্রাথমিক তদন্তের একটি রিপোর্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত