গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন পরিষদে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুর এ ঘটনা ঘটে। অজ্ঞাত হামলাকারীরা পরিষদের বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর করে। এ সময় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন পরিষদে উপস্থিত ছিলেন না। হামলাকারীরা এক পর্যায়ে চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সচিব এনামুল হক মোল্লা। তিনি জানান, দুপুর দুইটার দিকে তিনি অফিসে ছিলেন। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন কিছুক্ষণ আগে অফিস ত্যাগ চলে গেছেন। চেয়ারম্যান চলে যাবার কিছু সময় পরই একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় চেয়াম্যানের কক্ষের চেয়ার টেবিল, গ্রাম আদালতের এজলাস, আলমারী, হলরুমের চেয়ার-টেবিল, দরজা জানালার কাচসহ বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর করে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন জানান, আমি দুপুরে খাবার খেতে বাড়ি এসে ছিলাম। এ সময় দুর্বৃত্তরা পরিষদে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। বিষয়টি গাজীপুরের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অবগত আছেন। শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা জানান, ওই ইউনিয়ন পরিষদে উত্তেজনার কথা শুনেছি। চেয়ারম্যান রিপোর্ট দিলে ভাঙচুরের বিষয়ে জানতে পারব।