ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রায়পুরায় দুই গ্রুপের টেঁটা যুদ্ধে নিহত ৫

রায়পুরায় দুই গ্রুপের টেঁটা যুদ্ধে নিহত ৫

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত অর্ধশতাধিক লোক গুলি ও টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- বাঘাইকান্দি গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫০), সায়দাবাদ গ্রামের শাহীন মিয়ার ছেলে সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র জুনায়েদ মিয়া (১৬), একই এলাকার আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০), ইসমাইল বেপারীর ছেলে আমির হোসেন (৭০) এবং ঢাকা নেয়ার পথে নোয়াব মিয়ার ছেলে তোফাজ্জল (৩০) মারা গেছে। এ ঘটনায় আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদী জেলা ও সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গত বুধবার রাত ১০টা রাতভর সংঘর্ষ চলে। পরে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত দু’পক্ষের সমর্থকদের মধ্যে টেটা ও বন্ধুক যুদ্ধ চলে। সংঘর্ষে উভয় পক্ষে আহত প্রায় অর্ধশত। সহানীয়রা জানায়, শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুচর এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই অংশ হিসেবে গত বুধবার রাত থেকেই দু-পক্ষের মধ্যে টেটা ও গুলি বর্ষণসহ সংঘর্ষের ঘটনা চলতে থাকে। সকালে গোলাগুলির এক পর্যায়ে দুপক্ষের চারজন নিহত হয়। এ ছাড়া অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, চার জনের মরদেহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন পলাশ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে দু-পক্ষের সংঘর্ষের সময় চারজন নিহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তবে ঢাকায় নেয়ার পথে একজন মারা গেছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত