ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে বেড়িবাঁধের ৭ থেকে ৮টি স্থানে বেরিবাঁধের স্লোপ দেবে গেছে। কমপক্ষে ৪০টি স্থানে রেইনকাট সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বেড়িবাঁধ পরিদর্শনে আসেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্তু পাল তিনি উপজেলার জনতা বাজার, আমিরাবাদ বাজার, মোহনপুর, দশানী, সিপাহীকান্দি, গালিম খাঁ বাজার, কালীপুর, বাগানবাড়ী, ধনাগোদা, তালতলী, এনায়েতনগর এলাকা ঘুড়ে দেখেন। পাউবোর চাঁদপুর সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে ৬০ কিলোমিটারে ১৯৮৭-৮৮ অর্থবছরে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এতে অর্থায়ন করে এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকার। এই বাঁধের ভেতরে প্রায় ৩২ হাজার ১১০ একর ফসলি জমি আছে। নির্মাণের পর এ পর্যন্ত দুবার বেড়িবাঁধটি ভেঙে যায়। এতে কয়েক শ কোটি টাকার ফসল ও সম্পদের ক্ষতি হয়।