সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকার যমুনা নদীর তীরবর্তী নির্মাণাধীন তীর সংরক্ষণ বাঁধ এলাকায় হাট পাঁচিল নামক স্থানে মানববন্ধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে যমুনার ভাঙন রোধের দাবিতে ছাত্র-জনতা ঐক্যর আয়োজনে এ মানববন্ধন করা হয়। নদী বাঁচাও আন্দোলনের সভাপতি ফারুক রেজার সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় হাই স্কুলের শিক্ষক হাজী শহিদুল ইসলাম উকিল, ছাত্র ঐক্য পরিষদের তামজিদ হোসেন, শিক্ষার্থী সৌহার্দ, সমাজ সেবক আল মামুন, সাদ্দাম হোসেন ও এরশাদ আলী শেখ প্রমুখ। এ ছাড়া এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এনায়েতপুর থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার এলাকায় রক্ষায় সাড়ে ৬শ’ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী তীর রক্ষা স্থায়ী বাঁধ নির্মাণে সংশ্লিষ্টদের চরম গাফিলতির রয়েছে।
এ কারণে যমুনার ভয়াবহ ভাঙনে বার বার ওই এলাকা বিলীন হয়ে যাচ্ছে এবং তারা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ প্রকল্পের অর্থ লুটপাটের সঙ্গে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যমুনার তীরবর্তী এলাকা রক্ষায় পুনরায় কাজ শুরু করতে হবে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।