ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাবেক ওসি আশিকুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

পিবিআইকে তদন্তের জন্য আদালতের নির্দেশ
সাবেক ওসি আশিকুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আশিকুজ্জামানসহ ছয় জনের বিরুদ্ধে পিরোজপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজি অভিযোগে একটি মামলা হয়েছে। গত বুধবার মামলাটি করেন জাতীয়তাবাদী যুবদলের ঢাকার সূত্রাপুর থানা বিএনপিরসহ সভাপতি ও ভাণ্ডারিয়ার পশারীবুনিয়া গ্রামের বাসিন্দা মো. মিরাজ সিকদার। মামলার অন্য আসামিরা হলেন ভাণ্ডারিয়া থানার পুলিশের সহ-উপ-পরিদর্শক হিরন এবং আওয়ামী লীগ ও যুবলীগের ভাণ্ডারিয়ার স্থানীয় নেতা নাদিম সিকদার, আবুল সিকদার, মামুন সিকদার ও ভাণ্ডারিয়া ইকড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু তালুকদার। বাদী আদালতে অভিযোগ দায়ের করে বলেন, পুলিশ পরিদর্শক আশিকুজ্জামান ২০২৩ সালে ২০ নভেম্বর ভাণ্ডারিয়া থানায় ওসি পদে দায়িত্বরত থাকা অবস্থায় তাকে থানায় আটকে রেখে নানা রকম ভয়ভীতি দেখিয়ে আড়াই লাখ টাকা চাঁদা নেন। এ সময় বাদীকে আসামি আশিকুজ্জামান গালাগালি করে বুকে পিস্তল ঠেকিয়ে বলেন, ‘তুই শালা বিএনপির নেতা ভালো থাকতে চাইলে পাঁচ লাখ দিতে হবে, অন্যথায় একাধিক মিথ্যা মামলার আসামি করে গ্রেপ্তার দেখানো হবে।’ এক পর্যায়ে বাদী আড়াই লাখ টাকা দিয়ে থানা থেকে মুক্তি পান। এরপর মামলার ২নং আসামি হিরন অন্য চার আসামির সহযোগিতায় একই ভাবে বাদীর গ্রামের বাড়ি ভাণ্ডারিয়া থানার পশারীবুনিয়ায় বসে ২০ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আকরাম আলী মোল্লা জানান, আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আশিকুজ্জামানের কাছে মুঠোফেনে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেন নি। উল্লেখ্য, আসামি আশিকুজ্জামান বর্তমানে ঢাকার উত্তরায় এপিবিএনে ইন্সপেক্টর পদে কর্মরত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত