প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও চৌধুরীহাট এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে বীরগঞ্জ-খানসামা মহাসড়কে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাচারিতা একনায়কতন্ত্র, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির কারণে প্রধান শিক্ষক আব্দুর রহমান খানের পদত্যাগ ও চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়ার নিয়োগ বাণিজ্য ৮৬ লাখ টাকা আত্নসাত ও দুর্নীতির বিচারের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সভায় ২ ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ১০নং মোহনপুর ইউনিয়নের ইউপি সদস্য ফেরদৌস আলীর সভাপতিত্বে মানববন্দন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ১০নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর সাত্তার, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সদস্য পিন্টু খান, পাকেরহাট টেকনিক্যাল কলেজের প্রভাষক আব্দুর রহমান সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন প্রধান শিক্ষক আব্দুর রহমান খান প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতিসাধন করে, বিভিন্ন নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্নসাৎ করেন । তার অনিয়ম দুর্নীতির শেষ নাই। আমরা প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। দ্রুত পদত্যাগ না করলে কঠিন আন্দোলনের ডাক দেয়া হবে। আন্দোলনকারী ছাত্র জনতা এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখলে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলে।