চিকিৎসা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে

আদিলুর রহমান খান

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার অথবা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তরর করাই অন্তর্র্বর্তীকালীন সরকারের কাজ বলে মন্তব্য করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। গতকাল শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বাড়িতে পরিদর্শন শেষে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। উপদেষ্টা আদিলুর রহমান আরো বলেন, দেশে আওয়াামী লীগ সরকারের বিগত ১৬ বছরের শাসন আমলে বিচার ব্যবস্থা, চিকিৎসা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, এখন স্বাস্থ্য খাতেও কাঙ্খিত চিকিৎসা মিলছে না মানুষের। এই ‘ফ্যাসিবাদ সরকারের অবসান হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সংস্কার চলছে। সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার অথবা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা। তিনি বলেন, ‘ব্যাপকভাবে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটি যেন বন্ধ হয়। আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে যেন স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে ওঠে। সভায় উপস্থিত ছিলেন অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলানসহ স্থানীয় সাংবাদিকরা। এর আগে সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুরের নিহত তিনজনের পরিবারের সঙ্গে দেখা করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। এরপর তিনি মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।