বৈষম্যবিরোধী আন্দোলন কর্মীদের গণত্রাণ সংগ্রহ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা গণ ত্রাণ সংগ্রহ অভিযান পরিচালনা করছেন। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে দিনাজপুরের মসজিদে মসজিদে ফেনী. পরশুরাম. কুমিল্লা ও অন্যান্য এলাকার বন্যাদুর্গত মানুষের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা গণত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন। সংগৃহীত অর্থ দিয়ে শুকনো খাবার ও ওরসালাইন কিনে রাতের মধ্যে দুর্গত এলাকায় পাঠানো হবে বলে জানানো হয়।