ঢাকার ধামরাইয়ে মিথ্যা মামলা প্রত্যাহার ও একাধিক বিয়ে করে অর্থ হাতিয়ে নেওয়া হৃদয় ও উক্ত ঘটনায় সহযোগী তার মা লিপি আক্তারের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। গতকাল শনিবার দুপুরে উপজেলার রোয়াইল ইউনিয়নের খড়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাজার মাঠে গ্রামবাসী এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা জানায় একাধিক বিয়ে করে অর্থ আত্মসাতের পর যৌতুক ও মিথ্যা প্রলোভনে মেয়ের বাবা মার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হৃদয় ও তার মা লিপি আক্তারের কর্মকাণ্ডে গ্রামবাসীর মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। এবং এ সব ঘটনা ঘটিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে কেউ মুখ খুল্লেই তাদের নামে দেওয়া হচ্ছে মিথ্যা মামলা, মামলার আসামি ও সাক্ষীর অগোচরে এমন মামলা হওয়ায় এলাকা বাসী প্রতিবাদ ও মামলা প্রত্যাহারে দাবি জানিয়ে এ মানববন্ধন করেন গ্রামবাসী। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আরো বলেন, লিপি বেগম একজন দুর্র্ধষ নারী। তার হাত থেকে মানুষ বাঁচতে সবসময় দূরে থাকে। লিপি বেগম তার ছেলে হৃদয়কে নিয়ে শুরু করেছে নতুন এক ব্যবসা। তার ছেলেকে দিয়ে একাধিক বিয়ে করিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এ বিষয়ে কথা বললেই মামলা করেন তিনি। মামলাই যেন তার নেশা। সাক্ষীরাও মামলার সাক্ষী দিতে না গেলে দেখান ভয়। মানববন্ধনে মিথ্যা মামলার জনক লিপি বেগমের শাস্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে আদালতের দৃষ্টি কামনা করেন আসামিদের বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। মানববন্ধনে অংশ নেন, ভোক্তভূগী নাহিদা আক্তার, আরমান হোসেন, এবাদুল্লাহ, গোলাম নবী, মিনহাজউদ্দিন, মোজাম, হানিফ, রহমান, মরিয়ম, হুসনা আক্তার, নিছাতন বেগম, নয়ন তারা, রবি আক্তার সহ গ্রামের সকল শ্রেণি পেশার লোক।