পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা অভিযোগ করে বলেন, বিগত সরকারের সুবিধাভোগী, পার্বত্য চট্টগ্রামের বিতর্কিত ব্যক্তি ও একপেশীয় উপজাতি নেতাদের নিয়ে মতবিনিময় করে পার্বত্য উপদেষ্টা বৈষম্যমূলক আচরণ করেছেন। বৈষম্যহীন সমাজব্যবস্থা গঠনকল্পে গরুত্বপূর্ণ এ সভায় বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি এবং অন্যান্য আঞ্চলিক দলের প্রতিনিধিকে না রাখায় প্রতিবাদ জানান তারা। এছাড়া তিন পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠনে জনসংখ্যা অনুপাতে সদস্য নিয়োগ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে বাঙালি চেয়ারম্যান নিয়োগের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা কমিটি। গতকাল রোববার রাঙামাটির একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।