নোয়াখালীর ডেইরি ফার্ম
হামলা ও লুটপাটের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ ডমুরী ইউনিয়নে জয়নাল আবেদীন পারভেজের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসী হামলা মহিলাসহ আহত হয়েছে কমপক্ষে ৫ জন। থানা পুলিশ ও আদালতে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার না পাওয়ায় ঘটনা প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করছে ভুক্তভোগী পরিবার। নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে আলী মিয়া ডেইরি ফার্মের স্বত্বাধিকারী ও পরিবারবর্গের আয়োজনে ভুক্তভোগী জয়নাল আবেদীন ফারুক পারভেজ জানায়, সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কানুর চর গ্রামে গত ৬ আগস্ট রাত ১২টা হতে দুইটা পর্যন্ত চিহ্নিত সন্ত্রাসী আমান উল্যা শান্ত, মঞ্জুর আলম, শাহ আলম, সরোয়ার, সুমন প্রকাশ ইয়াবা সুমন কর্তৃক আলী মিয়া ডেইরি ফার্মে অগ্নিসংযোগ করে ১৫টি বিদেশি দুধের গাভী লুট এবং বাড়ির ভেতরে গিয়ে ভাঙচুর, লুটপাট, মহিলা ও পুরুষের উপর সন্ত্রাসী আক্রমণের প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন করেন তিনি। তিনি আরো বলেন, পূর্বশত্রুতার জের এ ঘটনা ঘটে। আদালতে মামলা চলমান রয়েছে। তার ভাইয়ের সন্ত্রাসীদের অত্যাচার ও প্রাণভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। তারা তাদের জিম্মি করে রেখেছে। এ বিষয়ে সেনবাগে মডেল থানাও নোয়াখালী সেনা ক্যাম্পে অভিযোগ করা হলেও তারা বিষয়টি তদন্ত করছে, কিন্তু কোনো প্রতিকার দেখছি না। এতে জয়নাল আবেদীন পারভেজের আনুমানিক ৭০ লাখ টাকা ক্ষতি হয়েছে সংবাদ সম্মেলনে জানান তিনি। তিনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করে, ন্যায় বিচার চান।