ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিরোধীমত দমনে আয়নাঘর সৃষ্টি করেছিল হাসিনা

নায়েবে আমীর
বিরোধীমত দমনে আয়নাঘর সৃষ্টি করেছিল হাসিনা

খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর শায়খুল হাদিস আহমদ আলী কাসেমী বলেছেন, শেখ হাসিনা বিরোধী মতকে দমন করার জন্য আয়না ঘরের সৃষ্টি করেছিলেন। সেখান দীর্ঘদিন রেখে অনেককেই হত্যা করা হয়েছে। যারা ফিরে এসেছে তারা জানিয়েছে সেখানে তাদের ভয়ংকরভাবে নির্যাতন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় স্বৈরাচারী খুনি হাসিনার শাসনামলে সংগঠিত সকল গুম, খুন, গণহত্যা, দুর্নীতি, লুটপাট অর্থপাচারের বিচারের দাবি এবং দেশবিরোধী যড়যন্ত্র, ভারতীয় পানি আগ্রাসন ও অসম পানি বণ্টনের প্রতিবাদ এবং ১৫ দফার দাবিতে মানিকগঞ্জ খেলাফত মজলিস ও সহযোগি সংগঠনের উদ্যোগে শহরের শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নায়েবে আমীর আরো বলেন, সরকার ছিল ভারতের একধরনের গোলামী সরকার। ভারত গত তিন তিনটি নির্বাচনে শেখ হাসিনাকে নিলর্জ্জভাবে সমর্থন করার কারনে ভোটারবিহীন নির্বাচন করে তিনবার অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় খুন গুম করে মানুষকে আয়না ঘরে নিয়ে নির্যাতন করেছে। সমাবেশে খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ফরায়েজির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সালাহ উদ্দিন বলেন, শেখ হাসিনা পালিয়ে যাবে না বলে কথা দিয়েও কথা রাখেনি। সে পালিয়ে গেছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুনরায় একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত