পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিনকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় শিক্ষকদের হাজিরা খাতা ছিনিয়ে নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিনকে হুমকি দিয়ে আসছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। তাকে প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছে। গতকাল বেলা ১১টার দিকে স্থাণীয় প্রভাবশালী ইউনুচ হাওলাদারের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিনকে খুঁজতে থাকে। তখন প্রধান শিক্ষককে না পেয়ে হাজিরা খাতা নিয়ে যায় তারা। কিছুক্ষণ পর প্রধান শিক্ষক বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন হাজিরা খাতা ছিনিয়ে নেয়া হয়েছে। সহকাীর শিক্ষক গোলাম কিবরিয়া বলেন, প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিনকে সরিয়ে সহকারী প্রধান শিক্ষক নজির আহমেদকে দায়িত্ব দেয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন বলেন, গতকাল সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যালয়ে আসতে আমার কিছুটা বিলম্ব হয়। এ সুযোগে ইউনুচ হাওলাদার ও তার স্ত্রী ফাতেমা বেগম দলবল নিয়ে এসে হাজিরা খাতা নিয়ে যায়। পরে আবার ফিরে এসে দ্রুত বিদ্যালয় ত্যাগ করতে নির্দেশ দিয়ে যায়। অন্যথায় প্রাণে মারা হবে বলে শাসিয়ে যায়।