ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেহেরপুরে সচেতন নাগরিকের ব্যানারে গণমিছিল

মেহেরপুরে সচেতন নাগরিকের ব্যানারে গণমিছিল

গত ১৫ বছরে মেহেরপুরে আওয়ামী দুঃশাসনে রাজনৈতিক হত্যাকান্ডের শিকার সকল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্ত্রাসী দল হিসাবে আ.লীগকে নিষিদ্ধের দাবিতে মেহেরপুরে ‘সচেতন নাগরিক’র ব্যানারে গণমিছিল করা হয়েছে। গতকাল রোববার বিকাল পাঁচটার দিকে শহরের কলেজ মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খাঁন। সচেতন নাগরিকের ব্যানারে মিছিল হলেও মূলত নেতৃত্বে ছিলেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তাজ উদ্দিন খাঁন তার বক্তব্যে বলেন, গেল ১৫ বছরে জেলা জামায়াত ও শিবিরের ৬ জন নেতাকর্মীকে ঠান্ডা মাথায় পুলিশ গুলি করে হত্যা করেছে।

এসব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচার গুলি চালিয়ে যারা হত্যা করেছে তাদের বিচার ও সন্ত্রাসী দল হিসেবে আ.লীগকে নিষিদ্ধের দাবিও জানানো হয়। মেহেরপুরে যে সকল নেতাকর্মী নিহত হয়েছেন তাদের ছবি ও প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশ নেন মিছিলকারীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত