ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বন্যার পানিতে ভাসিয়ে দেয়া হলো দুই লাশ

বন্যার পানিতে ভাসিয়ে দেয়া হলো দুই লাশ

ফেনীতে দাফনের জন্য জায়গা না পেয়ে দুই নারী-পুরুষকে বন্যার পানিতে ভাসিয়ে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের সাতসতি গ্রামের নাছির উদ্দিন ভূঞা বাড়ির সিরাজুল ইসলাম (৭৫) ও ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া গ্রামের লতিফ হাজী বাড়ির মৃত নুরুল আমিনের মেয়ে শিপু (৪২)। তার বাবা নুরুল আমিন ফকির হাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। শিফুর ভগ্নিপতি শাহেদুল হক জুয়েল জানান, প্রশাসনের সব কর্মকর্তাকে শনিবার অনুরোধ করা হয়েছিল শিফুর দাফনের ব্যবস্থা করে দিতে। কিন্তু সাড়া মিলেনি।

গত শনিবার সন্ধ্যায় বন্যার পানির কারণে কবরের জায়গা না পেয়ে বন্যার পানিতে ভাসিয়ে দেয়া হয়। এভাবে বহু লাশ বন্যার পানিতে ভেসে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। মোবাইল নেটওয়ার্ক বন্ধ হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় লাশের প্রকৃত তথ্য জানা সম্ভব হয়নি। গত ১৯ আগস্ট থেকে ফেনী জেলার ছয় উপজেলার মানুষ ভারতীয় পানির আগ্রাসনে নিমজ্জিত হতে থাকে। আকস্মিক এ বন্যায় ফেনীতে ১২ লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। আটকে পড়া লোকজন খাদ্য সংকটে ভুগছে। বিভিন্ন স্বেচ্ছাসেবীদের ত্রাণবাহী গাড়িগুলো বন্যার পানির কারণে বিভিন্ন স্থানে আটকা পড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত