ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবি

গ্রামপুলিশের মানববন্ধন
ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবি

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন বীরগঞ্জ শাখার আয়োজনে গতকাল রোববার দুপুরে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহীনুর রহমান চৌধুরী শাহীনের দুনীতি, অনিয়ম সাম্প্রদায়িকতার উস্কানি ক্যাডার বাহিনী দিয়ে গ্রাম পুলিশ উত্তম কুমার রায়ের উপর হামলা মারধর লাঞ্চিত করার প্রতিবাদে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহিনুর রহমান চৌধুরী শাহীনের অপসারনের দাবিতে বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের শতাধিক গ্রাম পুলিশ বীরগঞ্জ উপজেলা পরিষদের সামনে মানবন্ধন ও প্রতিবাদ সভা শেষে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর নিকট স্মারক লিপি প্রদান করেছেন। অভিযোগে জানা যায়, গত শনিবার বিকেলে গ্রাম পুলিশ উত্তম কুমার রায়কে ইউপি চেয়ারম্যান বলেন কাশিপুর বালু মহলে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কশিনার ভূমি আসিতেছেন। তার কথা মত আরো ২/৩ জন গ্রাম পুলিশ নিয়ে বালুর মহলে দেখতে পান চেয়ারম্যান মিথ্যা কথা বলে তাদের নিয়ে এসেছেন। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান চৌধুরী শাহিন গ্রাম পুলিশ উত্তম কুমার রায়কে গ্রামবাসীর উপরে লাটিচার্জ করার নির্দেশ প্রদান করলে গ্রাম পুলিশ ইউপি চেয়ারম্যানের অযুক্তিক নির্দেশ না মানায় ইউপি চেয়ারম্যান মো: শাহিনুর রহমান চৌধুরী শাহীন উত্তম কুমার রায়কে লাঠি দিয়ে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে এবং বলে বেটা তোর চাকরি আমি খেয়ে ফেলব। এক পর্যায়ে গ্রাম পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গ্রাম পুলিশকে কারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী বলেন চেয়ারম্যান যদি অপরাধ করে থাকে তা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত