পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না দুই বোনের
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাসে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না শিশু সামিয়া ও আয়েশা আক্তারের। গতকাল রোববার বেলা ১১টায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দুই চাচাতো বোন বাঘাইরামপুর ও দুঃখিয়ারকান্দি রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়া পানির স্রোতে পাশের গর্তে পড়ে নিখোঁজ হয়। এক ঘণ্টা পর সামিয়া আক্তার (১০) উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে আয়েশা আক্তার (১০)। উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুর গ্রামের রাজমিস্ত্রি মুক্তার হোসেনের মেয়ে সামিয়া আক্তার এবং আয়েশা আক্তার এইক গ্রামের মালদ্বীপ প্রবাসী মনির হোসেনের মেয়ে। জানা যায়, প্রথম সাময়িক পরীক্ষার তালিমুন কোরআন বিষয়ে পরীক্ষা শেষে বাড়ি ফিরতে ছিল। দুঃখিয়ারকান্দি ও বাঘাইরামপুর সংযোগ স্থাপন করা ইটের রাস্তা দিয়ে বন্যার পানির স্রোত প্রবাহিত ছিল। অন্যান্য শিশুদের সাথে তারা দুইজন রাস্তা পার হতে গিয়ে স্রোতের মধ্যে রাস্তার পাশে গর্তে পড়ে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১২টায় সামিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে।